ঢাকাঃ গাজীপুর সিটি মেয়র ও গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে ঘরোয়া আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
চিঠির জবাবের জন্য জাহাঙ্গীরকে ১৫ দিন সময় দেয়া হয়েছে।
এ বিষয়ে রোববার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা একটি চিঠি জাহাঙ্গীরের কাছে পাঠানো হয় বলে নিশ্চিত করেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এদিকে কারণ দর্শানোর চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন মেয়র জাহাঙ্গীর।
তিনি বলেন, ‘আমি চিঠির লিখিত জবাব দেবো।’
তবে, মেয়র জাহাঙ্গির শুরু থেকেই বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করে আসছিলেন ।
তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ও আমার নির্বাচনের বিরোধিতাকারীরাই এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ যেভাবে চায়, আমি সেভাবেই জবাব দেবো।’
কিন্তু এটি একটি ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীরা আমার পিছু লেগেছে।