নিয়োগ বিজ্ঞপ্তিঃ দিয়ছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন । এতে একাধিক পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠান – ভারতীয় হাইকমিশন
পদের সংখ্যা- মোট ৩টি
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- ঢাকা
পদের নাম: করণিক
পদসংখ্যা: ১
যোগ্যতা
১। স্নাতক পাস
২। ইংরেজি ভাষায় পারদর্শিতাসহ ও কম্পিউটারে দক্ষতা।
৩। বয়সীমা ২০-৩৫ বছর
পদের নাম: পিওন
পদ সংখ্যা: ২
যোগ্যতা
১। বাংলায় সাবলীলতা ও ইংরেজি ভাষার বোধগম্যতা থাকতে হবে।
২। বয়সীমা ২০-৩৫ বছর।
আবেদন যেভাবে
বাংলাদেশ হাইকশিনের ওয়েবসাইট http://www.hcidhaka.gov.in থেকে ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
১২ অক্টোবর ২০২১