আবারও পাটুরিয়া ঘাটে গাড়ির দির্ঘ লম্বা লাইন – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১

আবারও পাটুরিয়া ঘাটে গাড়ির দির্ঘ লম্বা লাইন

মামুন অর রশিদ (ডেস্ক নিউজ)
অক্টোবর ১, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

আবারও ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়া ঘাটে গাড়ির দির্ঘ লম্বা লাইন। ঘাট পয়েন্টে ছোট বড় পরিবহন ও পণ্যবোঝাই ট্রাকসহ পারের অপেক্ষায় রয়েছে প্রায় আট শতাধিক যানবাহন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ গ্রামের বাড়িতে ছুটি কাটাতে যাওয়ার কারণে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া ঘাট এলাকায়।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের চাপের এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি।

পরিস্থিতি স্বাভাবিক করতে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করা হলেও আটকে আছে সাধারণ পণ্য বোঝাই গাড়ি।  পাটুরিয়া দুটি ট্রাক ট্রার্মিনালে ৫ শতাধিক, ওজন স্কেলের সামনে আরো দেড় শতাধিক এবং উথুলী সংযোগ মোড়ে আটকে আছে শতাধিক পণ্য বোঝাই ট্রাক এছাড়া শতাধিক যাত্রীবাহী পরিবহন আটকে আছে ।

পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের বাড়তি চাপের কারণে উথুলী সংযোগ মোড়ে বেশ কিছু সাধারণ পণ্য বোঝাই ট্রাক আটকে রাখা হয়েছে।বলে জানায় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তবে ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে এলে পুনরায় ঘাট অভিমুখে ওই ট্রাকগুলো পাঠানো হবে বলেও জানান তিনি।

ট্রাফিক পুলিশের কর্মকর্তা (টিআই) রফিকুল ইসলাম নিউজরুম বিডি২৪ কে বলেন, সাপ্তাহিক ছুটির দিন পাশাপাশি মাওয়া রুটে ফেরী চলাচল বন্ধ হওয়াতে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে।

বিআইডব্লিউটিসি বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, শুক্রবার হওয়ায় যানবাহনের কিছুটা বাড়তি চাপ রয়েছে। মানুষ ও যানবাহন পারাপারের কাজে বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি নিয়োজিত আছে বলে জানান তিনি।  তবে, খুব দ্রুতই এই যানজট স্বাভাবিক অবস্থায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।