নড়াইলঃ আগামিকাল শনিবার (২অক্টোবর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা সদরের চিত্রানদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ‘ বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুর প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়, শনিবার দুপুর ২টার পর চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিং এ নৌকা বাইচ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নড়াইলের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থা ও এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু।নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমূখ।
নৌকাবাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহাবুব আলী এমপি।


ফাইল ছবি
এই প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি,এম কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,
নৌকা বাইচ’র সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু,নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা। নৌকাবাইচ প্রতিযোগীতার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।