নতুন ৮৫ টি নিউজ পোর্টাল নিবন্ধনের প্রাথমিক অনুমতি – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১

নতুন ৮৫ টি নিউজ পোর্টাল নিবন্ধনের প্রাথমিক অনুমতি

মামুন অর রশিদ (ডেস্ক নিউজ)
অক্টোবর ১, ২০২১ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা:  নতুন করে আরও ২৩ অনলাইন নিউজ পোর্টাল ও ৬২ টি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এসব অনলাইন পোর্টালের নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রনালয়ের পৃথক আদেশে বলা হয়েছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লখ্য গত বছর থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে।

গত বছর প্রথম ধাপে ৩৪টি ও পরে ৫১টি অনলাইন পোর্টাল এবং ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রনালয়।

   
%d bloggers like this: