নিজ নামে ব্যবসা নিবন্ধনে সহযোগীতা করবে সৌদি সরকার – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১

নিজ নামে ব্যবসা নিবন্ধনে সহযোগীতা করবে সৌদি সরকার

মামুন অর রশিদ (ডেস্ক নিউজ)
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিকঃ সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা নিজ নামে ব্যবসা নিবন্ধনে করতে পারবে, এ ব্যপারে সবধরণের সহযোগিতা নিশ্চিত করবে সৌদি সরকার।

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রিয়াদ দূতাবাসের সঙ্গে ওয়েবিনারে এক মতবিনিময় সভায় এ কথা জানান সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইনের জাতীয় কর্মসূচির নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম।

তিনি বলেন, সৌদি আরবে যেসব অভিবাসী স্পন্সর এর নামে বা অন্য কারো নামে ব্যবসা পরিচালনা করছেন তাদের বৈধভাবে ব্যবসা করতে হলে অবশ্যই সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন করে বৈধতা নিতে হবে। এই নিবন্ধন
বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইনের আওতায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। একে ব্যবসা বাণিজ্য সংশোধন এবং নিয়মিতকরণের সুযোগ হিসেবে দেখছে সৌদি সরকার।

সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আহমেদ বিন আলী আল সুয়াইলেম জানান, যেসব অভিবাসী ব্যবসায়ীরা ব্যবসা নিবন্ধনের জন্য আবেদন করবে তাদের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না। এছাড়া তারা যে ভিসায়ই কর্মরত থাকুক না কেন, তাদের ভিসার সমস্যার ও সমাধান করা হবে। ব্যবসা নিবন্ধন করা হলে তারা ব্যবসার মালিকানাসহ সব আইনগত সুবিধা পাবেন।

সভায় রিয়াদের একজন বাংলাদেশি ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা ও নিবন্ধন বিষয়ে সৌদি স্পন্সরের সঙ্গে সমস্যার কথা তুলে ধরলে তাকে সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইনের জাতীয় কর্মসূচির নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম। তিনি জানান, যেকোনো বাংলাদেশি ব্যবসায়ী তাদের ব্যবসা নিবন্ধনে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য সব সহযোগিতা নিশ্চিত করা হবে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস কর্তৃক বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইন বিষয়ে সৌদি অভিবাসী ব্যবসায়ীদের সচেতন করা ও তাদের ব্যবসা নিবন্ধনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিয়মিত ওয়েবিনার, আলোচনা সভা, মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) । এছাড়া জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, দূতাবাসের কর্মকর্তারা ও সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা উক্ত ওয়েবিনারে যোগ দেন।

 

   
%d bloggers like this: