কাদের মির্জাকে বাদ দিয়ে নোয়াখালী আঃ লীগের কমিটি ঘোষণা – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১

কাদের মির্জাকে বাদ দিয়ে নোয়াখালী আঃ লীগের কমিটি ঘোষণা

মামুন অর রশিদ (ডেস্ক নিউজ)
সেপ্টেম্বর ৩০, ২০২১ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীঃ  জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাটের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জাকে।

অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল।

উল্লেখ্য, বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে দলের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করে আলোচনায় আসেন মেয়র কাদের মির্জা। শুরুতে কারও নাম উল্লেখ না করলেও পরে তিনি জানান, তার এসব বক্তব্য নোয়াখালী আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে।

পরে স্পষ্ট হয়ে ওঠে এমপি নিজাম ও একরাম চৌধুরীর সঙ্গে কাদের মির্জার বিরোধ।

এই বিরোধের জেরে কাদের মির্জা ও একরামের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলায়। ঘটেছে প্রাণহানিও।

দলের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির জেরে ২৪ জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করে জেলা আওয়ামী লীগ।

এরপর প্রতিনিয়তই নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে বিতর্কিত নানা মন্তব্য করে আসছিলেন কাদের মির্জা, সমালোচনা করেন নিজের ভাই ওবায়দুল কাদেরেও।

 

   
%d bloggers like this: