ধামাকা শপিং এর সিওও সিরাজুল ইসলাম রানা গ্রেপ্তার – Newsroom bd24.
ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১

ধামাকা শপিং এর সিওও সিরাজুল ইসলাম রানা গ্রেপ্তার

মামুন অর রশিদ (ডেস্ক ঢাকা)
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাঃ এবার গ্রেপ্তার হলো ধামাকা শপিং ডটকম সিওও সিরাজুল ইসলাম রানা।ই-কমার্স ব্যবসার মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় গ্রাহকের দায়েরকৃত মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের সিইও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক ব্রিফ করবেন।

কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য,ধামাকা শপিং পণ্য সরবরাহ করবে বলে গ্রহকদের কাছ থেকে পণ্যের মুল্য বাবদ প্রায় ২০০ কোটি টাকা নেয়।

পরবর্তীতে পণ্য সরবরাহ না করলে গ্রাহক রা তাদের টাকা ফেরত দিতে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের কর্তৃপক্ষকে সময় বেঁধে দেন, পাশাপাশি মার্চেন্টদের টাকা না দিয়েও গড়িমসি শুরু করে কম্পানিটি। এর মধ্যে গ্রাহকদের অভিযোগের ভিক্তিতে গ্রেপ্তার করা হলো প্রতিষ্ঠানের সিওও রানা কে।

   
%d bloggers like this: