নড়াইলঃ দিঘলিয়া ভুল বোঝাবুঝি নিয়ে দ্বন্দ্ব সংঘাত এর সৃষ্টি হয়েছে।২৯ সেপ্টেম্বর ( বুধবার) দুপুর ১ টার দিকে দিঘলিয়া চৌরাস্তায় কিছু বহিরাগত লোক স্থানীয় লোকজনের সাথে বিনা কারণে গ্যানজামের সৃষ্টি করে।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ খবর পেয়ে এএসআই মিকাইল এবং এএসআই আলমগীর ঘটনা স্থলে পৌছায়, পলিশ এসে দুই গুরুপের মুরুব্বিদের ডেকে সমঝোতা করে দেন।
পরে এলাকার পরিবেশ শান্ত হয়ে যায়, নাম না বলা সুত্রে এক ব্যাক্তি তিনি জানান, ভূল বোঝাবুঝি নিয়ে দন্ডের সৃষ্টি হয়, এখন পরিবেশ পুরপুরি ঠিক আছে।