ভয়াবহ জ্বালানি সংকটে ব্রিটেন, অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ   – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১

ভয়াবহ জ্বালানি সংকটে ব্রিটেন, অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ  

তাসকিয়া তাবাস্সুম ( ডেস্ক নিউজ)
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক : ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়েছে ব্রিটেন। বন্ধ অধিকাংশ পেট্রোল পাম্প।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দেশের ৯০ শতাংশ পেট্রোল পাম্প বন্ধ।ব্রিটেনের পেট্রোল রিটেলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের ৯০ শতাংশ পেট্রোল পাম্পের মধ্যে অর্ধেকের বেশি পেট্রোল পাম্পে তেল নেই। গতকাল রাতের মধ্যে অধিকাংশ পেট্রোল পাম্পের তেল শেষ হয়ে যায়।

ফলে পেট্রোল পাম্পগুলিতে গতকাল রাত থেকে লম্বা লাইন।পেট্রোল বহনকারী ট্রাক কম চলছে। ফলে, আগামী কয়েকদিন পেট্রোল নাও পাওয়া যেতে পারে।এরকম রটনার জেরে দেশটির জনগণও প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল সংগ্রহে রাখার চেষ্টা করছেন। যার ফলে সংকট আরো ঘণীভূত হয়েছে। প্রতিটি পাম্পে লাইন ধরে আছে শত শত গাড়ি।

তবে ব্রিটেনের পেট্রল রিটেলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গর্ডন বামার দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশে যথেষ্ট পরিমাণ তেল মজবুত রয়েছে। জ্বালানি সংকটের কোনও সম্ভাবনা নেই।

সূত্রে পাওয়া খবর অনুযায়ী , পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ব্রিটেনে শুধু জ্বালানি সংকট নেই, অধিকাংশ ট্রাক ড্রাইভার করোনায় আক্রান্ত হওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহেও সংকট দেখা দিয়েছে। অনেকের মতে, সরকার এখনই পদক্ষেপ না করলে আগামী দিনে ব্রিটেনে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে। যার সুযোগ নেবে কালোবাজারিরা। তবে সরকারের তরফ থেকে আশ্বাস দেয়া হচ্ছে, পরিস্থিতির স্বাভাবিক আছে।আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

ব্রিটেনের ব্যবসায়ীরা বলছেন, ট্রাক চালকের সংকটের কারণে সব ধরনের পণ্য সরবরাহেই সমস্যা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে। অচিরেই এ সংকট সমাধানে কোনো ব্যবস্থা নেয়া না হলে পুরো দেশ অচল হয়ে যেতে পারে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বলছে, ট্রাক চালকের সংস্থান হলেই এ সমস্যা কমতে শুরু করবে। তবে কবে নাগাদ এটি হবে, তা জানাতে পারেনি কেউ।

   
%d bloggers like this: