প্রধানমন্ত্রীর জন্মদিনে মতলবে লিটল স্কলার্স একাডেমিতে বৃক্ষরোপন – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে মতলবে লিটল স্কলার্স একাডেমিতে বৃক্ষরোপন

চয়ন ঘোষ, (চাঁদপুর প্রতিনিধি)
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মতলবঃ দেশব্যাপী সর্বজন স্বীকৃত বাংলার রাখাল রাজা, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা, মাদার অব হিউম্যানিটি গনতন্ত্রের মানসকন্যা, উন্নয়ন- অগ্রযাত্রার ধারক ও বাহক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে মতলবের ঐতিহ্যবাহী সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমিতে বৃক্ষরোপন করা হয়।

আজ ২৮ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে ফলদ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।

এ সময় বৃক্ষ রোপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও রোটারী ক্লাব অব মতলবের চার্টার প্রেসিডেন্টি রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি মাহমুদুল হাসান জুয়েল, পরিচালক (শিক্ষা) মোঃ জাহাঙ্গীর হোসেন খান, পরিচালক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ সেলিম প্রধান, সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা, নুরুজ্জামান পাভেল, আল আমিন ভূইয়া, মোঃ জয়নাল আবেদিন, মিজানুর রহমান প্রমুখ।

অতঃপর বিদ্যালয় মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

   
%d bloggers like this: