নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উৎযাপন – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১

নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উৎযাপন

রহমত -ই -খোদা (স্টাফ রিপোর্টার)
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলঃ তথ্যের অধিকার সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত,তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে আজ নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে শহরের চিত্রা নদীর পাড়ে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে চিত্রা নদীর পাড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন’র জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা এসএ মতিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা তথ্য অফিসার মো: ইব্রাহিম আল মামুন, সুজন’র জেলা কমিটির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান লাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক সুজন, মো: তানজীর হোসেন, আরজেএফ’র জেলা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ আলম খান সজল, সেক্রেটারি স্বপন কুমার দাস,
উপস্থিত ছিলে লোহাগড়া উপজেলার আরজেএফ এর সাধারণ সম্পাদক ইমরুল, প্রচার সম্পাদক রহমত-ই- খোদা,

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাথী তালুকদার। র‌্যালী ও আলোচনা সভায় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

   
%d bloggers like this: