চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

জান্নাতুল ফেরদৌস(চট্টগ্রাম প্রতিনিধি)
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম : সোমবার রাত সাড়ে ১০টার দিকে এক আত্মীয়সহ চশমা কিনে বাসায় ফেরার পথে আগ্রাবাদের মাজার গেইট ও আগ্রাবাদ মোড়ের মাঝামাঝি এলাকায় ডায়মন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশের ড্রেনে পড়ে যান ১৯ বছর বয়সী সাদিয়া। তৎক্ষণাৎ নালায় ঝাঁপিয়ে পড়েও তাকে উদ্ধার করতে পারেননি স্বজনরা।

স্থানীয়রা ঘটনার পরপরই তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসেন। কিন্তু নালার উপরে আবর্জনার স্তূপ জমে থাকায় এবং তার নিচ দিয়ে পানির স্রোত থাকায় সাদিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

প্রায় সাড়ে ৪ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে রাত পৌঁনে তিনটার দিকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়ার মরদেহের সন্ধান পান ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

মৃত সাদিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ের (আইআইইউসি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

দেড় মাসের মধ্যে ড্রেনে পড়ে মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা চট্টগ্রামে। এর আগে গত ২৫ আগস্ট সকালে ভারী বর্ষণের ফলে বন্দরনগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হলে মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী। স্থানীয়রা এ ঘটনায় প্রশাসনের উদাসীনতা কে দায়ী করছেন। জলাবদ্ধতা এড়াতে সিটি কর্পোরেশন তাদের যথাযথ দায়িত্ব পালন করলে এ ধরনের দুর্ঘটনা হতো না বলে মনে করেন এলাকাবাসী।

   
%d bloggers like this: