নড়াইলে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ – Newsroom bd24.
ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১

নড়াইলে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

সাথী (স্টাফ রিপোর্টার)
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলঃ জেলাতে ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার জনাব প্রবীর কুমাররায়(পিপিএম বার) এর নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এস আই মোঃ রফিকুল ইসলাম, এ এস আই মোঃ আলী হোসেন, কনষ্টবল শিবলী মাহামুদ, সরোয়ার হোসেন,সুব্রত বিশ্বাস,শরীফসহ নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের সিমাখালী গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা মুসলিম পাড়া গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ শাকিল হোসেন (২৫) মাগুরা জেলার শালিখা থানাধীন গঙ্গারামপুর গ্রামের মোঃ রোকন উদ্দিনের ছেলে মোঃ ফারজান শেখ (৩৩) নড়াইল সদর থানাধীন বাগডাঙ্গা গ্রামের মোঃ নওশের শেখের ছেলে মোঃ সাগর শেখ (৩৬) মাদক ব্যবসায়ীদের সিমাখালী গ্রাম হতে মাদক ইয়াবা কেনাবেচার সময় ডিবি পুলিশের হাতে নাতে গ্রেফতার করেন।

মাদক কারবারীদের দেহ তল্লাশি করে ৫১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪৪ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ । এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

   
%d bloggers like this: