সিনেমা স্টাইলে আদালতকক্ষে গুলি, ৪ জন নিহত – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১

সিনেমা স্টাইলে আদালতকক্ষে গুলি, ৪ জন নিহত

মামুন অর রশিদ (ডেস্ক নিউজ)
সেপ্টেম্বর ২৪, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিকঃ সিনেমা স্টাইলে আদালতকক্ষে এলোপাতাড়ি গুলির ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার ভারতের রাজধানী উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষে এ ঘটনা ঘটে। ইন্ডিয়া.কম ও আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, লড়াইয়ে দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে। বেশ কিছু সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল।

সন্ত্রাসী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ।

এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই বিরোধী গ্রুপের সন্ত্রাসীরা তার ওপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের সন্দেহ, গোগীর ওপর হামলার ঘটনায় ‘টিল্লু’ গ্রুপের সন্ত্রাসীরা জড়িত। সন্ত্রাসীরা যখন গুলি চালায় সেসময় পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। এতে সন্ত্রাসীদের দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেন, আইনজীবীর পোশাক পরে বন্দুকধারীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে। গোলাগুলিতে অন্তত চার জন নিহত হয়।

 

   
%d bloggers like this: