৪ অক্টোবর থেকে ২২ দিন সারাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ – Newsroom bd24.
ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১

৪ অক্টোবর থেকে ২২ দিন সারাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ

মামুন উর রশীদ(নিজস্ব প্রতিবেদক)
সেপ্টেম্বর ২২, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। প্রজনন সময়কে কেন্দ্র করে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

বুধবার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এই ২২ দিন, ইলিশ মাছের স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।