বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ – Newsroom bd24.
ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ

জান্নাতুল ফেরদৌস(নিজস্ব প্রতিবেদক)
সেপ্টেম্বর ২২, ২০২১ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

আজ ২২ সেপ্টেম্বর ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস।’ অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।দিবসটিকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নানা কর্মসূচি হাতে নিয়েছে।

৭০’র দশকে ইউরোপে গাড়িমুক্ত দিবসের সূচনা হয়।মূলত নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে দিবসটি পালন শুরু হয়।২০০৬ সাল থেকে দেশে বেসরকারি উদ্যোগে দিনটি উদযাপন করা হচ্ছে।

তবে ২০১৬ সালে প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে এটি পালন শুরু হয়। এই দিবসের অঙ্গীকার অনুযায়ী সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত বা নিয়ন্ত্রিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য “গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি”-ডিটিসিএ।

এই স্লোগান সামনে রেখে ৬০টি সরকারি ও বেসরকারি সংস্থা আজ দিবসটি উদ্‌যাপন করছে।
দিবসটি উপলক্ষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে হাঁটা ও সাইকেল চালানোর প্রতি উৎসাহিত করতে প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এছাড়া ফেসবুক প্রোফাইল ফ্রেম তৈরি, দিবসের দিন ‘আমি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবো না’ মর্মে অনলাইন ক্যাম্পেইন ও মতামত নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোস্টার, লিফলেট এবং বিভিন্ন সড়ক দ্বীপে ফেসটুন স্থাপন করা হয়েছে।

 

   
%d bloggers like this: