২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৫৬২ জন এবং মৃত ২৬ জন – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৫৬২ জন এবং মৃত ২৬ জন

মামুন উর রশীদ(নিজস্ব প্রতিবেদক)
সেপ্টেম্বর ২১, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৫৬২ জন এবং মারা গেছেন ২৬ জন। নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭ হাজার ২৭৭ জন।মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৩২৭টি। যার মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৫৬২ জন।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ২৭ শতাংশ।এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার ৬০৩ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ১০ জন। বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ২ জন, সিলেটে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা যান ২১ জন, বেসরকারি হাসপাতালে ৪ জন এবং বাসায় একজন।

 

   
%d bloggers like this: