কুমিল্লা-৭ আসনে ড. প্রাণ গোপাল দত্ত বিজয়ী   – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লা-৭ আসনে ড. প্রাণ গোপাল দত্ত বিজয়ী  

জান্নাতুল ফেরদৌস(চট্টগ্রাম প্রতিনিধি)
সেপ্টেম্বর ২১, ২০২১ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার গতকাল প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।

ডা. প্রাণ গোপাল দত্তের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) প্রার্থিতা প্রত্যাহার করেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপালের বিজয় নিশ্চিত হয়ে যায়।

উল্লেখ্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কুমিল্লা -৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আলী আশরাফ জয়ী হন। তিনি গত ৩০ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য ঘোষনা করা হয়।

নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হয়। গতকাল সোমবার গণবিজ্ঞপ্তি জারি করে একমাত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন  কুমিল্লা ৭ এর মনোনয়ন পত্র কিনলেন ডাক্তার প্রাণ গোপাল

ড. প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। চিকিৎসা সেবার জন্য তিনি ভূষিত হয়েছেন স্বাধীনতা পুরস্কারে।

   
%d bloggers like this: