বাংলাদেশিদের জন্য খুলে দেয়া হলো থাইল্যান্ড – Newsroom bd24.
ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশিদের জন্য খুলে দেয়া হলো থাইল্যান্ড

তাসকিয়া তাবাস্সুম। (ডেস্ক ঢাকা)
সেপ্টেম্বর ২০, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: পুনরায় চালু হলো থাইল্যান্ডের ভিসা। বাংলাদেশি নাগরিকদের জন্য থাই ভিসা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকার থাই দূতাবাস এ তথ্য জানা যায়।

থাই দূতাবাস জানায়, সোমবার থেকে বাংলাদেশিদের জন্য থাই ভিসা পুনরায় চালু হচ্ছে। তবে কেউ থাইল্যান্ড গেলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিইনে থাকতে হবে।

এছাড়া থাইল্যান্ড যেতে সার্টিফিকেট অব এন্ট্রি- সিওই নিতে হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রেক্ষিতে গত ১০ মে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিকদের জন্য থাই ভিসা বন্ধ ঘোষণা করে দেয় দেশটি।