ঢাকা: দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন নগর বাউল জেমস।
তাই অভিযোগ নিয়ে মামলা দায়ের করতে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকার নিম্ন আদালতে হাজির হন রকস্টার নিজেই। জেমসের পক্ষে মামলার আবেদন করেন আইনজীবী তাপস কুমার পাল।
সঙ্গীত জগতের সুপারস্টার জেমসের অসংখ্য গান বিনা অনুমতিতে বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সমাধান না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন তিনি।
আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন।শুনানিতে বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন তাঁকে। তবে থানায় মামলা না নিলে আদালতে আবেদন করতে বলেন।
বেলা ১টা নাগাদ আদালত প্রাঙ্গনে আইনজীবীর চেম্বার থেকে বেরিয়ে আসেন জেমস। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।