ঢাকা: যুক্তরাজ্যে প্রবেশের ক্ষোত্রে বাংলাদেশি নাগরিকদের ওপর রেড অ্যালার্ট প্রত্যাহার করে নিয়েছে দেশটি । তবে এই আদেশ আগামী ২২সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্য সরকারের ভ্রমণ অ্যালার্ট বার্তা থেকে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে বাংলাদেশ ছাড়াও রেড অ্যালার্ট তালিকা থেকে বেশ কয়েকটি দেশকে বাদ দিয়েছে যুক্তরাজ্য।
রেড অ্যালার্ট প্রত্যাহারের জন্য দেশটির সরকার ও বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়। সে প্রেক্ষিতে এটি প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।
এক ভিডিও বার্তায় এ দেখা যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এই প্রত্যাহার আদেশ কার্যকরের জন্য ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতি।