নড়াইলে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ ২ জন আটক – Newsroom bd24.
ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১

নড়াইলে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ ২ জন আটক

মোঃএনামুল হক (নড়াইল জেলা প্রতিনিধি)
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলঃ  জেলার কালিয়া উপজেলায় বিশেষ মাদক অভিযানে বিপুল পরিমানে গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।

শুক্রবারে ১৭ সেপ্টেম্বর দুপুর ৩ টার দিকে কালিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত অফিসার আমানউল্লাহ আল বারীর নেতৃত্ব পার্থ,মেহেদী তাওহিদ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলাধীন বড়নাল গ্রাম থেকে ১ কেজি গাঁজা ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে আটক করতে সক্ষম হন।

আটককৃত ব্যাক্তিদের পরিচয় খুলনা জেলার তেরখাদা থানাধীন তেরখাদা উত্তরপাড়ার জয়নাল মোল্যার বখাটে ছেলে মাসুম মোল্যা (২০) এবং একই গ্রামের হাসেম ফকিরের বখাটে ছেলে রানা ফকির(২৫)।

এবিষয়ে কালিয়া থানার ওসি(তদন্ত) আমানউল্লাহ আল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের বড়নাল এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নড়াইল পুলিশ সুপার প্রবির কুমার রায় জানান, মাদকের বিরুদ্ধে অভিযান সব সময় চলমান রয়েছে। ইতিপূর্বে নড়াইল জেলা পুলিশ মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

 

   
%d bloggers like this: