নড়াইলঃ জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সিটি বাজার সংলগ্নে থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর রাত ৯ টার সময় লোহাগড়া উপজেলার সিটি বাজার সংলগ্নে থেকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার তদন্ত(ওসি) হরিদাস রায়ের নেতৃত্বে এসআই সুমন হাওলাদার, এসআই সুজিত সরকার, এএসআই জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এই মাদকদ্রব্য অভিযান চালিয়ে মাদকব্যবসায়ীর নিকট হতে ৬০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গাঁজার পরিমানের উপর ভিত্তি করে আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন লোহাগড়া উপজেলার পারছাত্রা গ্রামের বাসিন্দা মোঃ মোবারক মোল্যার ছেলে সোহাগ মোল্যা (২৫) এবং যশোর জেলার, বাঘারপাড়া উপজেলার, দাতপুর গ্রামের মোঃ মোকাদ্দেস মোল্যার ছেলে জাকারিয়া হোসেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।
এদিেক মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে, এনামুল হক “দৈনিক অপরাধ কন্ঠ”(ব্যুরো চীফ নড়াইল) সুশীল সমাজ নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়তই আওয়াজ তুলছেন মাদকের বিরুদ্ধে।
মাদক ব্যবসায়ীদেরকে পরিচালনা করেন কে?
প্রতিদিন মাদকের সমাহার কেন?
মাদক ব্যাবসায়ীর তদবিরকারীকে ও গ্রেফতার করুন?
মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর হতে হবে বলে মনে করেন তিনি।