নড়াইলে এতিমখানার ৫০ লাখ টাকা আত্মসাতের  অভিযোগ – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১

নড়াইলে এতিমখানার ৫০ লাখ টাকা আত্মসাতের  অভিযোগ

মোঃএনামুল হক (নড়াইল জেলা প্রতিনিধি)
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলঃ  জেলার সদর উপজেলার বরাশুলা এতিমখানার সুপার কর্তৃক ১০ বছর যাবত দুর্নীতির মাধ্যমে সরকারের ৫০ লক্ষ টাকা আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে দুদক সজেকা যশোর এর একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

উক্ত এতিমখানা সরেজমিনে দুদকটীম পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে।

প্রাথমিকভাবে তথ্য অনুযায়ী গত জানুয়ারি ২০২১ হতে জুন ২০২১ মেয়াদে উক্ত এতিমখানার ১৮৬ জনের বিপরীতে ৯৩ জনের জন্য সরকারি বরাদ্দ দেয়া হয়।

স্থানীয় সমাজসেবা অফিস থেকে বিল প্রদানকালে নীতিমালা অনুসারে ৯৩ জনের স্থলে ৭০ জন এতিমের বিপরীতে ১১ লক্ষ ১৬ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে।

পরিদর্শনকালে ৬৮ জন এতিম শিশুকে উপস্থিত পাওয়া যায়। প্রাপ্ততথ্য প্রমাণসমূহ বিস্তারিত ভাবে বিশ্লেষণ করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন এনফোর্সমেন্ট দাখিল করবে।