নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ নিহত ২ জন – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ নিহত ২ জন

মোঃএনামুল হক (নড়াইল জেলা প্রতিনিধি)
সেপ্টেম্বর ১৬, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলঃ জেলার নড়াগাতী প্রাইভেটকার দুর্ঘটনায় খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাঁন রাসেল সুইটসহ দু’জন নিহত এবং এক জন আহত হয়।

বুধবার ১৫ সেপ্টেম্বর রাত১১টার দিকে নড়াইলের নড়াগাতী থানার সীবানন্দপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এ সময় চেয়ারম্যানের সফরসঙ্গী মাওলানা ওলিউল্লাহ আহত হন। নিহত অপর ব্যক্তি হলেন-শওকত সরদার।

আহত মাওলানা ওলিউল্লাহ সহ নিহতদের স্বজনেরা জানান, নতুন প্রাইভেটকার কিনে খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

দুর্ঘটনার আগে বুধবার রাতে ইউপি চেয়ারম্যান তার নিজ বাড়ি নড়াগাতীর শুড়িগাতি থেকে প্রাইভেটকার নিয়ে বের হন। এরপর তার দুই সফরসঙ্গীকে টোনা চৌরাস্তা থেকে গাড়িতে তোলেন। কিছুদুর গাড়ি চালানোর পর চেয়ারম্যান তার বাড়িতে ফেরার সময় সীবানন্দপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিন পাশের ডোবায় পানির নিচে প্রাইভেটকারটি তলিয়ে যায়।

এসময় দুর্ঘটনায় বেঁচে যাওয়া ওলিউল্লাহ গাড়ির জানালা দিয়ে বের হয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দু’জনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়টি নিয়ে এলাকার জনগন উত্তেজনার সৃষ্টি এবং শোকের ছোয়ায় পরিনত হয়েছে।

 

   
%d bloggers like this: