শুদ্ধাচার পুরস্কার পেলেন ভূমি দপ্তর সংস্থার ৫ কর্মকর্তা – Newsroom bd24.
ঢাকাবুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১

শুদ্ধাচার পুরস্কার পেলেন ভূমি দপ্তর সংস্থার ৫ কর্মকর্তা

মামুন অর রশিদ (ডেস্ক নিউজ)
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাঃ সরকারি অফিস পাড়ায় শুরু হয়েছে শুদ্ধাচার চর্চা আর  কর্মক্ষেত্রে  শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর ও সংস্থার পাঁচ কর্মকর্তা-কর্মচারী।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমিমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে শুদ্ধাচার পুরস্কারের সম্মাননা সনদ তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক মো. আব্দুল হাই ২০২০-২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে, শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা দেবরাজ পাহলান মিঠু ও অফিস সহায়ক অজিত সরকার।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রিজাউল করিম ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রাজিয়া সুলতানা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

   
%d bloggers like this: