স্কুল খুলছে কাল ইউনিফর্ম নিয়ে বিপত্তিতে অভিভাবকরা – Newsroom bd24.
ঢাকাশনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১

স্কুল খুলছে কাল ইউনিফর্ম নিয়ে বিপত্তিতে অভিভাবকরা

মামুন অর রশিদ (ডেস্ক নিউজ)
সেপ্টেম্বর ১১, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

স্কুল খুলছে কাল, ইউনিফর্ম নিয়ে বিপত্তিতে অভিভাবক

 

মহামারি করোনার তাণ্ডবে পুরো দেড়টা বছর স্কুল বন্ধ থাকার পর রাত পোহালেই খুলবে স্কুল । এ নিয়ে যেন আনন্দের জোয়ার বইছে শিক্ষার্থীদের মনে। যদিও শিশুরা এই সময়ে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করেছে ও পরীক্ষা দিয়েছে। এবার অনলাইনের পাট চুকিয়ে আবার ক্লাসরুমে ফিরতে প্রস্তুত শিশুরা।

রাজধানীর মিরপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় শ্রেণিতে পড়ে তুবা। দীর্ঘ দেড় বছর পর সে স্কুলে যাবে প্রস্তুতি নিচ্ছে।

স্কুল খোলার দু’দিন আগে থেকেই তার ঘুম নেই। কখন স্কুলে যাবে! তবে বিপত্তি হয়েছে, তার পোশাক নিয়ে।

 

স্কুলের ইউনিফর্ম আগেরগুলো ছোট হয়ে গেছে। এখন তৈরি করতে দেওয়া হয়েছে, নতুন পোশাক। কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায়, টেইলার্সগুলোতেও ইউনিফর্ম তৈরির চাপ পড়েছে।

এই অবস্থায় চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। তাদের এই চিন্তা কমাতে সব স্কুল অথবা কলেজ শিক্ষার্থীদের নির্দিষ্ট পোশাক পরার ক্ষেত্রে সাময়িক ছাড় দিয়েছে রাজধানীর বেশ কিছু স্কুল।

 

অভিভাবকরা এরই মধ্যে বেশ কয়েকটি স্কুল থেকে নোটিশ পেয়েছেন, যেখানে বলা হয়েছে, প্রথম দুই সপ্তাহ সাধারণ শোভন পোশাকে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। ইউনিফর্মের বাধ্যবাধকতা থাকবে না। তবে এই সময়ের মধ্যে স্কুলের নির্ধারিত দরজির কাছ থেকে অবশ্যই ইউনিফর্ম বানিয়ে নিতে হবে। সাদা যেকোনো শার্ট হতে পারে। জিনস বা গ্যাবার্ডিন কাপড়ের প্যান্ট না পরতে বলা হয়েছে।

রাজধানীর আরেক শিক্ষাপ্রতিষ্ঠান স্যার জন উইলসন স্কুলও শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে আসার বিষয়টি শিথিল করেছে। শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের স্কুলের নির্দিষ্ট টি-শার্ট সংগ্রহ করতে বলা হবে।

 

 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজও ইউনিফর্মের বিষয়টি বিবেচনায় রেখেছে।

রাজধানীর বেশির ভাগ স্কুলের অভিভাবকদের দাবি, অন্তত দুই সপ্তাহের জন্য হলেও স্কুল ড্রেসের বিষয়টি শিথিল করা হোক যাতে ছাত্র ছাত্রীরা শোভন পোশাকে স্কুলে যেতে পারে।

 

 

   
%d bloggers like this: