নড়াইল মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১

নড়াইল মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ

মোঃএনামুল হক (নড়াইল জেলা প্রতিনিধি)
সেপ্টেম্বর ৯, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

 

নড়াইল মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ

 

নড়াইল জেলায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এঅনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুননেছা ইন্দিরা।

আজ ৯সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার পর জেলা প্রশাসকের কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

নড়াইল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক এ আয়োজন করা হয়।
নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ফকরুল হাসান,মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান।

উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,সরকারী কর্মকর্তাগন,মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের কর্মকর্তাগন|, সাংবাদিকবৃন্দ এনজিও প্রতিনিধিগন এবং চেকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের প্রতিনিধিরা।

নড়াইল জেলার মোট ৩০টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে ৯লক্ষ ৬০হাজার টাকার চেক প্রদান করা হয়।