পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দিচ্ছে না।
বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
শাহরিয়ার আলম জানান, তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে বলেও জানান তিনি।
মঙ্গলবার আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। এতে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করা হয়েছে।
আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকারের ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সিরাজুদ্দিন হাক্কানি।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয় তালেবান। সোমবার সবশেষ প্রদেশ পানশির নিয়ন্ত্রণে নেন তালেবান সদস্যরা। গত ৩০ আগস্ট স্থানীয় সময় রাতে কাবুল ছাড়ে শেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।
আফগানিস্থানের অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নিয়ে গঠিত হলো ।
১। মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ (প্রধানমন্ত্রী)
২। মোল্লা আব্দুল গনি বারাদার (উপ-প্রধানমন্ত্রী)
৩। মোল্লা আব্দুল সালাম হানাফি (উপ-প্রধানমন্ত্রী)
৪। মোল্লা সিরাজুদ্দীন হক্কানি (স্বরাষ্ট্রমন্ত্রী)
৫। মোল্লা হিদায়েতুল্লাহ (অর্থমন্ত্রী)
৬। মোল্লা আব্দুল হক ওয়াসিক (গোয়েন্দা প্রধান)
৭। মোল্লা আব্দুল মান্নান (গণপূর্তমন্ত্রী)
৮। মৌলভি মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ, মোল্লা উমরের ছেলে (প্রতিরক্ষামন্ত্রী)
৯। মাওলানা নুরুল্লাহ মুনির (শিক্ষামন্ত্রী)
১০। কারি ফাসিউদ্দীন, নর্দার্ন আফগানিস্তান ও পাঞ্জশির বিজেতা কমান্ডার (সেনাপ্রধান)
১১। কারি দ্বীন মোহাম্মদ (অর্থনীতিমন্ত্রী)
১২। আমির খান মুত্তাকি (পররাষ্ট্রমন্ত্রী)
১৩। শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই (ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী)
১৪। খলিল-উর-রহমান হক্কানি (শরনার্থীমন্ত্রী)
১৫। আব্দুল বাকি হক্কানি (উচ্চশিক্ষামন্ত্রী)
আফগানিস্থানের অন্তর্বর্তীকালীন সরকারে যারা সদস্য হিসেবে রয়েছেন।