নড়াইল জেলায় পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
নড়াইল জেলায় পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ৮সেপ্টেম্বর বুধবার ১২টার পর নড়াইল জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস অনুষ্ঠান সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত নড়াইল জেলা প্রশাসক(সার্বিক)মোঃ ফকরুল হাসান| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এই স্বাক্ষরতা দিবসে আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা মৎস কর্মকর্তা এইচ,এম বদরুজ্জামান, নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,
স্বাক্ষরতা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন, সকলের উপস্থিতিতে সুষ্ঠ ও সুন্দরভাবে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসটি পালিত হয়।