পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ পরিচয় দিয়ে প্রতারণা – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ পরিচয় দিয়ে প্রতারণা

তাসকিয়া তাবাস্সুম ( ডেস্ক নিউজ)
সেপ্টেম্বর ৭, ২০২১ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ পরিচয় দিয়ে প্রতারণা।

 

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, জিমেইল, ফেসবুক অ্যাকাউন্ট এর মাধ্যমে প্রতারণার অভিযোগে দায়ে ১ জনকে আটক করেছে সিআইডি।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন আজ সকালে সিআইডি’র হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান।

 

 

আরিফ মাইনুদ্দিন নামে ওই প্রতারক নিজেকে পুলিশের আইজিপি বেনজীর আহমেদ পরিচয় দিয়ে বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন যাবৎ সুবিধা নিচ্ছিল। প্রতারণার জন্য সে জিমেইল একাউন্ট, হোয়াটসআপ এবং ফেসবুকে বেনজির আহমেদের নামে ফেক একাউন্ট খুলে।বিভিন্ন দফতর ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের ফোন করে নিজেকে আইজিপি দাবী করে অবৈধ সুবিধা নিয়ে আসছিল অভিযুক্ত এই ব্যক্তি।

অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরিফ মাইনুদ্দিনকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।