তালেবানের পাঞ্জেশি দখলের ঘোষণায় মোদির জরুরি বৈঠক – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১

তালেবানের পাঞ্জেশি দখলের ঘোষণায় মোদির জরুরি বৈঠক

তাসকিয়া তাবাস্সুম ( ডেস্ক নিউজ)
সেপ্টেম্বর ৭, ২০২১ ১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

তালেবানের পাঞ্জেশি দখলের ঘোষণার পর মোদির জরুরি বৈঠক

তালেবানের পাঞ্জশির দখল ঘোষণার পর বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও উপস্থিত ছিলেন। খবর ইন্ডিয়া টাইমস।

খবরে বলা হয়, সোমবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়েই বৈঠকে আলোচনা হয়। সোমবার সকালে তালিবান দাবি করে, আফগানিস্তানে পাঞ্জশির ইতিমধ্যেই তাদের দখলে গিয়েছে। এরপর বিকালেই জরুরি বৈঠক শুরু হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। তবে আফগানিস্তানের কোন কোন বিষয় নিয়ে আলোচনা চলছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আফগানিস্তান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

 

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, গত সপ্তাহেও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদি। ওই বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

 

 

   
%d bloggers like this: