বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্হাপনের নির্দেশ :প্রধানমন্ত্রী – Newsroom bd24.
ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১

বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্হাপনের নির্দেশ :প্রধানমন্ত্রী

তাসকিয়া তাবাস্সুম ( ডেস্ক নিউজ)
সেপ্টেম্বর ৬, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

 

২ থেকে ৩ দিনের মধ্যে দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর)মন্ত্রিপরিষদ সভা শেষে ব্রিফিংয়ের সময় বিস্তারিত জানান মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব জানান, সরকারি ব্যবস্থাপনায় বিমানবন্দরগুলোতে করোনা পরীক্ষা করা যাবে। ফলাফল পাওয়া যাবে নমুনা দেয়ার ৪ ঘণ্টার মধ্যেই। মন্ত্রীপরিষদ সভায় ২ থেকে ৩ দিনের মধ্যে আরটিপিসিআর মেশিন স্থাপন করে টেস্ট শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভার শুরুতে ‘সরকারী ঋণ আইন-২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রীসভা। মন্ত্রীপরিষদ সচিব জানান, এ আইনের আওতায় নির্দিষ্ট হবে সরকারি প্রতিষ্ঠানগুলের ঋণগ্রহণের কাঠামো। নিশ্চিত হবে ঋণের সুরক্ষা। সরকারের বাজেট ঘাটতি পূরণের পাশাপাশি ঋণের গ্যারান্টিও নিশ্চিত হবে এই আইনের আওতায়। এছাড়াও থাকবে শরীয়াহভিত্তিক ডিপোজিটের ব্যবস্থা।

এছাড়া মন্ত্রীপরিষদ সভায় বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০২১অনুমোদন পেয়েছে । এতে সময় বাড়ছে ২০২৬ সাল পর্যন্ত।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কিছুদিন আগে বিদ্যুতের সারপ্লাস ছিলো। সামনে চাহিদা আরও বাড়বে বলে ফলে এই আইনটি অনেক সুবিধা দিবে।

 

 

   
%d bloggers like this: