এবার ভাইরাল গান মানিকে মাগে হিথে গাইলেন হিরো আলম – Newsroom bd24.
ঢাকারবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১

এবার ভাইরাল গান মানিকে মাগে হিথে গাইলেন হিরো আলম

নিউজরুম বিডি২৪
সেপ্টেম্বর ৫, ২০২১ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

এবার ভাইরাল গান মানিকে মাগে হিথে গাইলেন হিরো আলম

 

 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শ্রীলংকার তরুণ শিল্পী ইয়োহানি ডি সিলভার সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিথে’। শ্রীলংকান এই তরুণ শিল্পীর ইয়োহানি ডি সিলভার গাওয়া গানটির সুর ও গায়কীর মায়াজালে মজেছেন সাধারণ শ্রোতাদের পাশাপাশি অমিতাভ বচ্চনের মতো তারকারাও। গানটি ইয়োহানির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ২২ মে। তবে রেকর্ড ভিউ হয়েছে গত এক সপ্তাহ।

 

গানটি প্রথমে গেয়েছেন শ্রীলংকার র‌্যাপার সথিশন রথনায়কা; পরে ইয়োহানির সঙ্গে কাভার করেছেন তিনি। গানের শিরোনাম ‘মানিকে মাগে হিথে’র অর্থ ‘তুমি আমার হৃদয়ের মণি’।

নেট দুনিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, মিষ্টি চেহারার এক তরুণী মাইক্রোফোনের সামনে গান গাইছেন। গভীর চাহনি আর প্রাণ উজাড় করা হাসিতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তিনি। ইতোমধ্যে সিংহলী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে।

 

এবার ভাইরাল গান মানিকে মাগে হিথে গাইলেন হিরো আলম। শনিবার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি। ‘মানিকে মাগে হিথে’ হিরো আলম ভার্সন শিরোনামের গানটি ইতিমধ্যে শুনেছেন ১০ হাজারের বেশি মানুষ। আর গানটিতে মন্তব্য করেছেন প্রায় ৩ হাজার।

 

উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন ক্যাবল ব্যবসায়ী। নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম।এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও।

 

একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি থেমে নেই

গানের লিংকঃ

   
%d bloggers like this: