সরদার আহমেদ রায়হানের কবিতা – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১

সরদার আহমেদ রায়হানের কবিতা

নিউজরুম বিডি২৪
সেপ্টেম্বর ৩, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

যে বুক বয়ে চলে উত্তপ্ত পাথর

 

কেমন যেন ছটফট করছে মন
ঘাসে বুক পেতে শুনছি শিশিরের কান্না
ফ্যাকাশে মুখের কাছে ম্লান হয়ে যায়
আকাশের সব নীল ,
ছটফট করি মেঘের মন খারাপের দিনে
ফিরতি পথে পাখিদের সাথে
ফিরে যেতে চাই আপন নীড়ে
জনতার হাত থেকে বাচঁতে চাওয়া
আনকোড়া পকেট মারের মতো
দৌড়ে ধরি প্রতিদিন চলন্ত বাস,

 

আমি বেঁচে যাই মৃত্যু থেকে
প্রতিদিন বেঁচে থাকি এই শহর জুড়ে
মানুষের মাঝে শহরের এক কোণে।

 

বৃষ্টি ফোটার আনন্দ লাভার মতো
বুকের মাঝে উত্তপ্ত পাথর হয়ে
বসে থাকে এই দুর্বল বুকে।
গ্যাস বেলুনের মতো উড়ে চলে মন
মিথ্যের বিষক্ত তির ফুঁটো করে বেলুন
দেখা হয়না কিছুই ,
দেখা হয়না শহরের অন্ধকার মুখ।

 

ধোঁয়া উড়ে যায় মেঘে
পড়ে থাকে ছাই।
তাই আজ আমি পাতা কুড়াই ,
পাতা কুড়াতে কুড়াতে মাঝে মাঝে কুড়াই ফুল
ফুলগুলো কলে আটকে পড়া ইঁদুরের চোখের মতো
আমাকে গিলে খেতে চায় ইঁদুরের কল
আমি ভুলে যাই ফুলের সকল বেদনা ,
তার চেয়ে ভালো অষ্ট প্রহর পাতা কুড়াই
পাতা পচে গেলে হয়তো সেখানে সবুজ ঘাস হবে।
আমি ঘাসের বুকে মাথা রেখে না হয় আকাশ দেখবো।