হবিগঞ্জে নিখোঁজের ৩দিন পর মিশুক চালকের মৃতদেহ উদ্ধার – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১

হবিগঞ্জে নিখোঁজের ৩দিন পর মিশুক চালকের মৃতদেহ উদ্ধার

লিটন পাঠান ( সিলেট ব্যুরো প্রধান)
সেপ্টেম্বর ৩, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

 

হবিগঞ্জে নিখোঁজের ৩দিন পর মিশুক চালকের মৃতদেহ উদ্ধার

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর থেকে মিশুকচালক আবিদুর রহমান(১৮) এর লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ, শুক্রবার (৩-সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর গ্রামের রাস্তার পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত আবিদুর রহমান নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে।

 

জানা যায় গত মঙ্গলবার গুজা খাইর থেকে নবীগঞ্জে এসে যাত্রী নিয়ে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুরের এদিকে যাওয়ার পর থেকে মিশুক গাড়ি ও তার সন্ধান পাওয়া যাচ্ছিলনা। আত্মীয়-স্বজন ও পরিচিত সকলসহ সম্ভাব্য সকল স্থানে খোজাখোজি করেও তার সন্ধান পাওয়া যায়নি পরে গত বুধবার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়, ডায়েরী করার পর থেকেই নবীগঞ্জ থানা পুলিশ মিশুকগাড়ি ও তার সন্ধানে অভিযান শুরু করে।

 

এদিকে নিখোঁজের ৩দিন পর শুক্রবার দুপুরে ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর গ্রামে রাস্তার পাশের একটি ডোবায় লাশ দেখতে পান স্থানীয়রা, পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় লাশটি উদ্বার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

 

তবে এখন পর্যন্ত তার মিশুক গাড়িটির কোন সন্ধান পাওয়া যায়নি এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ কমিশনার আব্দুল খায়ের, নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন

 

এ ব্যাপারে, নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি আবুল খায়ের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মিশুক গাড়িটির জন্যই তাকে হত্যা করা হয়েছে।

 

 

   
%d bloggers like this: