২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে শনাক্ত ও মৃত্যু বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত ৮৮ জনসহ দেশে সরকারি হিসাবে মোট মারা গেছেন ২৬ হাজার ৩৬২ জন।মৃত্যুর হার এক দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ২৫টি।যার মধ্যে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৩৬ জন। ২৪ ঘণ্টায় নতুন তিন হাজার ৪৩৬ জনসহ দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ সাত হাজার ১১৬ জন। শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯০১ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ৮৮ জনের মধ্যে পুরুষ ৫৪ জন এবং নারী ৩৪ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৪ জন এবং নারী ৯ হাজার ২৭৮ জন।
২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩০ জন, চট্টগ্রাম বিভাগের ২৭ জন, রাজশাহী বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের সাত জন, বরিশালে ৩ জন, রংপুরে ৩ জন, ময়মনসিংহ বিভাগের তিন জন, এবং সিলেট বিভাগের ১০ জন।মৃত ৮৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৯ জন, বেসরকারি হাসপাতালে ১৭ জন এবং বাড়িতে আরও ২ জন।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।