দেশে এসে পৌঁছালো পাইলট নওশাদের মরদেহ – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১

দেশে এসে পৌঁছালো পাইলট নওশাদের মরদেহ

মামুন অর রশিদ (ডেস্ক ঢাকা)
সেপ্টেম্বর ২, ২০২১ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

দেশে এসে পৌঁছালো পাইলট নওশাদের মরদেহ

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট নওশাদ আতাউল কাইউমের মরদেহ দেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ১১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানের বিজি-০০২৬ ফ্লাইটটি।

 

মরদেহ দেশে আনার প্রক্রিয়া শেষ করে ভারতের নাগপুর থেকে সকাল পৌনে ৮টার দিকে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

 

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছিলেন, সকালে নওশাদের মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার শাহজালালে অবতরণ করবে।

 

নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন ক্যাপ্টেন নওশাদকে সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালটির হিমঘরেই রাখা হয়েছিল পাইলট নওশাদ এর মরদেহ।

 

গত শুক্রবার সকালে ওমানের মাসকাট থেকে ফ্লাইট পরিচালনা করে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন নওশাদ।

 

এমন পরিস্থিতিতে বিজি-০২২ ফ্লাইটটি ভারতের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই ফ্লাইটে যাত্রী ছিলেন ১২৪ জন। পরে জানা যায়, নওশাদের হার্ট অ্যাটাক হয়েছে। নওশাদকে ভর্তি করানো হয় নাগপুরের কিংসওয়ে হাসপাতালে।

 

ওই রাতেই বিকল্প পাইলট ও ক্রু পাঠিয়ে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনা হয়। এই পাইলট ২০১৬ সালের ২২ ডিসেম্বর ঝুঁকিপূর্ণ একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করিয়ে দেশে-বিদেশে প্রশংসিত। বিমানের ওই (বিজি-১২২) ফ্লাইটটিতে ১৪৯ যাত্রী, ৭ ক্রু ও দুজন কো-পাইলট ছিলেন। বলতে গেলে নওশাদের দক্ষতায় বেঁচে যায় তাদের জীবন।

 

 

   
%d bloggers like this: