রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৫ কোটি ডলার – Newsroom bd24.
ঢাকাবুধবার , ১ সেপ্টেম্বর ২০২১

রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৫ কোটি ডলার

মামুন অর রশিদ (ডেস্ক ঢাকা)
সেপ্টেম্বর ১, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

আগস্ট মাসে রেমিটেন্স এসেছে ১৮১কোটি ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ কোটি ডলার কম

 

আজ বুধবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়,আগস্ট মাস শেষে ১৮১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৫ কোটি ডলার কম। গত বছরের আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি মার্কিন ডলার।

জুলাই মাসে ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা তার আগের মাস জুনের চেয়ে ৬ কোটি ৯৩ লাখ ডলার কম। আগের বছরের (২০২০ সালের জুলাই) একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৯৭ শতাংশ কম। গত বছর জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। এদিকে হঠাৎ প্রবাসী আয় কমে যাওয়াকে নানাভাবে বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনার তৃতীয় ঢেউয়ে অনেক দেশে লকডাউন চলছে। এর ফলে প্রবাসীদের আয়ও কমেছে। এসব কারণে রেমিট্যান্স পাঠানো কিছুটা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী , গত জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৬৮ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৪৫৬ কোটি ২০ লাখ ডলার।

 

অর্থনৈতিক বিশ্লেষকগণ বলছেন, সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি এসেছে। ফলে করোনা মহামারির মাঝেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে।