আসন্ন বিশ্বকাপে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল – Newsroom bd24.
ঢাকাবুধবার , ১ সেপ্টেম্বর ২০২১

আসন্ন বিশ্বকাপে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল

নিউজরুম বিডি২৪
সেপ্টেম্বর ১, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

আসন্ন বিশ্বকাপে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

 

ভিডিও বার্তায় তামিম বলেন, সে পায়ে চোটের কারণে বেশ কিছু ম্যাচ খেলতে পারেনি তার জায়গায় অন্য একজন প্লেয়ার খেলেছে সে এখন ওই জায়গাটা নেয়া যুক্তিযুক্ত মনে করছে না। সে আরও বলেন সে হয়তো বা ওয়ার্ল্ড কাপ টিমে থাকতো তবুও সে নিজের ইচ্ছেতেই বর্তমানে এই জায়গাটা থেকে সরে এসেছেন এবং এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা।তবে তিনি বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন।

 

লম্বা সময় ধরে এই ফরমেটের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি ও অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

তামিম জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে আগেই  আমার ভাবনার কথা জানিয়েছি।

 

প্রসঙ্গত, সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। বর্তমানে তার পুনবার্সন চলছে। গত বছরের মার্চে বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর, যা শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের ও ওমানে এবারের বিশ্বকাপে আয়োজন করা হয়েছে।

 

 

   
%d bloggers like this: