করোনায় এক দিনের মৃত্যু নামলো একশোর নিচে – Newsroom bd24.
ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১

করোনায় এক দিনের মৃত্যু নামলো একশোর নিচে

তাসকিয়া তাবাস্সুম ( নিজস্ব প্রতিবেদক)
আগস্ট ৩০, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

 

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে ৯৪ জনের মৃত্যু হয়েছে। টানা তৃতীয় দিনের মতো করোনায় দৈনিক মৃত্যু একশ’র নিচে রয়েছে।

 

মৃত ৯৪ জনের মধ্যে পুরুষ ৪৫ জন এবং নারী ৪৯ জন।

 

স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৬ হাজার ৯৪৩ জন এবং নারী ৯ হাজার ১৬৬ জন।করোনা আক্রান্ত হয়ে সরকারি হিসাবে দেশে মোট মারা গেছেন ২৬ হাজার ১০৯ জন।মৃত্যুর হার এক দশমিক ৭৪ শতাংশ।

 

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি।যার মধ্যে  ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৭২৪ জন।শনাক্তের হার ১২ দশমিক ০৭ শতাংশ ।
এনিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন।

 

 

২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন, চট্টগ্রাম বিভাগের ২৭ জন, রাজশাহী বিভাগের ছয় জন, খুলনা বিভাগের পাঁচ জন, বরিশাল ও রংপুর বিভাগের একজন করে, সিলেট বিভাগের সাত জন আর ময়মনসিংহ বিভাগের আছেন চার জন।

 

মৃতদের মধ্যে ৭৬ জন সরকারি হাসপাতালে, ১৭ জন বেসরকারি হাসপাতালে আর বাড়িতে মারা গেছেন একজন।

 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ছয় হাজার ১৮৬ জন সুস্থ হয়েছেন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ ।