নড়াইলে গ্রাম পুলিশের অত্যাচারে শিকার এক পরিবার
নড়াইল লোহাগড়া উপজেলার ০৮ নং দিঘলিয়া ইউনিয়নের রউফ শেখ এর পরিবার বার বার অত্যাচারের শিকার হচ্ছে গ্রাম পুলিশের হাতে।
দিঘলিয়া ইউনিয়ন গ্রাম পুলিশ মোঃ বাবুল খান তিনি বিভিন্ন ভাবে ভুয়া পুলিশ সাজিয়ে হয়রানি করছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
তাদের একজন ভুক্তভোগী রউফ শেখ জানায়, গ্রাম পুলিশ বাবুল খান তাদের নামে হয়রানি মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেছে। প্রথম বার ২০,০০০ হাজার , দ্বিতীয় বার রউফ শেখ এর ছেলেকে মাদক মামলায় ফাসানোর ভয় দেখিয়ে ৪০,০০০ হাজার টাকা নেয়।
৩য় বার ২৩ আগস্ট ২০২১, রাত্র ১০ টার দিকে রউফ শেখ এর বাড়িতে আসে পুলিশ পরিচয়ে। তখন মোঃ বাবুল খানের সাহায্য চায় রউফ শেখ কিন্তু বাবুল খান উল্টো খুলনা মন্দির ভাঙ্গার মামলায় ফাসানোর ভয় দেখিয়ে পুনরায় ৫০ হাজার টাকা দাবি করে।
এক পর্যায়ে ব্যাংকের কিস্তির ২০,০০০ হাজার টাকা নিয়ে যায় গ্রাম পুলিশ মোঃ বাবুল খান।
ভুক্তভোগী রউফ শেখের পরিবার সহ অনেকেই এই প্রভাবশালী গ্রাম পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ বিচারের দাবি করেছেন।