সরদার আহমেদ রায়হানের কবিতা – Newsroom bd24.
ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১

সরদার আহমেদ রায়হানের কবিতা

নিউজরুম বিডি২৪
আগস্ট ২৯, ২০২১ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

বুকের মাঝে জলাশয়

সরদার আহমেদ রায়হান

 

শহর ক্লান্ত হলেই ঘুমিয়ে পড়ে রাত
আমি ক্লান্ত হলে জেগে ওঠে তারারা
তখন বুকের বৃষ্টি দেখি
বৃষ্টিতে ভিজি বৃষ্টি খেলি
সাঁতার কাটি বুকের জলাশয়
জলাশয় আস্তে আস্তে বড় হয়
উপরে মেঘ জমলেই মনে হয় নদী
নদী মিলিত হয় সাগরে
আমার কষ্ট গুলো আজ সাগর।

মানুষের বুকে সমুদ্রের বাস
মনের মেঘ সরে গেলে
চোখ হয় নীল আসমান,
মন ,
আসমান ও সমুদ্রের মাঝ বরাবর
আমৃত্যু খেলা করে ,

দিন শেষে মেঘ ও সমুদ্র মিলে যায়
নীল হয়ে যায় সব।
নীল হয়ে যায় সব।