মেট্রোরেলে ১৩০ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে “মেট্রোরেলে” সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করা হয়েছে। ১৩০ টি শূন্যপদে জনবল নিয়োগ করা হবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে।
আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনের সময়সীমা ৩১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত।আগ্রহী ব্যক্তিদের http://dmtcl.gov.bd/ ওয়েব সাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিভিন্ন পদসমূহ মোট ৭টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপসমূহ হলোঃ A, B, C, D, E, F এবং G। একজন প্রার্থী যেকোন গ্রুপের সর্বোচ্চ ০১টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। কোন গ্রুপের একটি পদের বিপরীতে আবেদন করলে প্রার্থী ঐ গ্রুপের সকল পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন।
ফরমের নির্দিষ্ট তথ্য পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২ পুরানা এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এই ঠিকানায়।
সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ৫০০ টাকা সমমূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট করতে হবে । পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে হবে।
নিউজরুম বিডি২৪।