মাধবপুরে চুরি হওয়া টাকা ও ইয়াবা সহ আটক ৪জন।
হবিগঞ্জের মাধবপুরে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এর মাধবপুর শাখার এটিএম বুথ থেকে অন্যের এটিএম কার্ড দিয়ে চুরি করা ৬৭হাজার টাকা সহ প্রবাল চৌধুরী প্লাবন(২৬) নামে একজনকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
শনিবার,গভীর রাতে এস,আই এনামুল এর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামের কবির চৌধুরীর ছেলে।
অন্য আরেক অভিযানে উপজেলার চৌমুহনী, ইউনিয়নের কালিকাপুর এলাকায় কাশিমনগর ফাঁড়ি পুলিশের
এস,আই দেবাশীষ তালুকদার এর নেতৃত্ব এক দল পুলিশ অভিযান চালিয়ে ৮০০পিস ইয়াবা, ৫টি মোবাইল ফোন একটি মোটর সাইকেল একটি সিএনজি সহ ৩ জন কে আটক করেছে।
আটক কৃতরা হল উপজেলার ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত শংকর রায়ের ছেলে সজীব রায়(২৮) নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মাসুক মিয়া,(৩৬)ও একই গ্রামের মোঃ জমির আলীর পুত্র এনাম মিয়া৩০)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক কৃত আসামিদের বিরুদ্ধে ২টি পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
- নিউজরুম বিডি২৪।