পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২জন।
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জারীখেল এলাকা থেকে ওই দুইজনকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জারীখেল এলাকা থেকে ফজল মিয়া ও শিবুল মিয়াকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে, গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানাধীন রুস্তুমপুর ইউনিয়নের জারীখেল এলাকা থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজরুম বিডি২৪।