না ফেরার দেশে চলে গেলেন কথাসাহিত্যিক' বুলবুল চৌধুরী – Newsroom bd24.
ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১

না ফেরার দেশে চলে গেলেন কথাসাহিত্যিক’ বুলবুল চৌধুরী

নিউজরুম বিডি২৪
আগস্ট ২৯, ২০২১ ৩:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

 

বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাবাজারস্থ নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বুলবুল চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন , গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে ।

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে সরকার তাকে একুশে পদকে সম্মানিত করে।

 

 

 

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে- (ছোট গল্পগ্রন্থ) টুকা কাহিনি, পরমানুষ, মাছের রাত, চৈতার বউ গো। (উপন্যাস) অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি, মরম বাখানি, এই ঘরে লক্ষ্মী থাকে, ইতু বৌদির ঘর, দখিনা বাও, জলটুঙ্গি, পাপপুণ্যি, ঘরবাড়ি, দম্পতি, বলো কি অনুভব।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নিউজরুম বিডি২৪।

 

 

 

 

   
%d bloggers like this: