মতলব খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায় করায় ২০ হাজার টাকা অর্থদন্ড।
চাঁদপুর জেলার মতলব দক্ষিণে নদীপথে পারাপারের খেয়াঘাটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৪ জন কে ৪ টি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ২৯ আগস্ট রোজ রবিবার মতলব খেয়াঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
জানা যায় যে, ঐতিহ্যবাহী মতলব ধনাগোদা নদী সংলগ্ন খেয়াঘাট হয়ে মতলব বাজারে দৈনন্দিন প্রয়োজন মেটানোর তাগিদে বহু মানুষের ঢল নামে। গুরুত্বপূর্ণ জনচলাচলের এই খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায়ে চলছিল চরম জনভোগান্তি। খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বিগত কয়েকদিন যাবৎ জনভোগান্তি নিরসনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে গনপ্রচার প্রচারনা চালানো হয়।
প্রতিটা প্রচারোনার মধ্যে উপজেলা প্রশাসনের নিকট বিষয়টি সমাধানের জন্য আকুল আবেদন জানানো হয়। তারই ধারাবাহিকতায় খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য সংশ্লিষ্ট ৪ জনকে ৪টি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, সরকার নির্ধারিত টোলের তালিকা থেকে বেশি অর্থ আদায় করায় সংশ্লিষ্ট সকলকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
- নিউজরুম বিডি২৪।