কালিয়া উপজেলায় ৩টি অবৈধ অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক – Newsroom bd24.
ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১

কালিয়া উপজেলায় ৩টি অবৈধ অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

মোঃ এনামুল হক (নড়াইল জেলা প্রতিনিধি)
আগস্ট ২৮, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

 

কালিয়া উপজেলায় ৩টি অবৈধ অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক।

 

নড়াইল জেলার কালিয়া উপজেলার কুলশুর গ্রামে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার ২৮ আগস্ট দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

 

 

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরের দিকে নড়াইল জেলার কালিয়া উপজেলার কুলশুর গ্রামে শহিদ মোল্যার বাড়ি থেকে  হানিফ মোল্যা ও সোহানা বেগম দম্পতিকে আটক করে।

এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘরের মেঝেতে লুকিয়ে রাখা একটি চায়না পিস্তল ও দেশি তৈরি দু’টি শুটারগান উদ্ধার করা হয়।

হানিফ পাশের বেন্দারচর গ্রামের বাবু মোল্যার ছেলে।
এলাকাবাসী  অপরাধীদের আইনের আওতায় এনে  বিচারের দাবি করেন।

 

 

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এরা এসকল কর্মকান্ডে জড়িত।

এ ঘটনায় কালিয়া থানায় মামলা করা হয়েছে। রোববার আদালতে প্রেরন করা হবে এবং আসামীদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

 

নিউজরুম বিডি২৪।